১৭০ কিমি বেগে আছড়ে পড়ল সাইক্লোন মেকুনু, মৃত ৬


সালালাহ: সাইক্লোন মেকুনুর আঘাতে বিধ্বস্ত ওমানের দক্ষিণাংশ ৷ এই মারাত্মক সাইক্লোনের আঘাতে এখনও পর্যন্ত ৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ নিখোঁজ ৩০ জনেরও বেশি মানুষ ৷

স্থানীয় পুলিশ বিবিসি জানিয়েছে, সাইক্লোনের কারণে সমুদ্রতীরবর্তী দোহোফার এবং আল-উসটা প্রদেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।

ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছিল ঝড়ের গতিবেগ ৷ সুদূঢ় অতীতে এমন ভয়ানক সাইক্লোনের মুখোমুখি হয়নি সে দেশ ৷ এমনটাই স্থানীয় আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৷ ঝড়ের কারণে ওই এলাকার প্রচুর ঘরবাড়ির ভেঙে পড়েছে।

ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পেতে প্রচুর মানুষকে আগে থেকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ ওই এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ইয়েমেনের সকোট্রা উপদ্বীপ লণ্ডভণ্ডের পর সাইক্লোন মেকুনু এসে পৌঁছায় ওমানের দ্বিতীয় প্রধান শহর সালালাহরের পশ্চিমে। সেখানে ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর সাইক্লোনটি দুর্বল হয়ে যায়।