মঙ্গলবার মাধ্যমিক এবং ১ জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ


সিবিএসইর ঠিক পরেই এবার মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, আগামী ২৯ মে মঙ্গলবার ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন এই ওয়েবসাইটে wbbse.org, wbresults.nic.in। একইসঙ্গে ঠিক তারপরেই আগামী ১ জুন হবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। ১ জুন উচ্চমাধ্যমিকের রেজাল্ট ছাত্রছাত্রীরা জানতে পারবেন এই ওয়েবসাইটে examresults.net/wb,west-bengal.indiaresults.com, results.nic.in

উল্লেখ্য, রাজ্যে ১২ মার্চ থেকে শুরু হয় WBBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষা৷ এবারের মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন। যেখানে ৪ লক্ষ ৮১ হাজার ৩৯৫ জন ছাত্র, ও ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২০ হাজার ৭০৩ জন৷

অন্যদিকে, ২৭ মার্চ থেকে শুরু হয় WBCHSE বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ চলে ১১ এপ্রিল পর্যন্ত। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা এবছর অনেকটাই বেশি রয়েছে। একইসঙ্গে গত বছরের তুলনায় এবছর ৫৩ হাজার বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল। অন্যান্য বারের মত এবারেও উচ্চমাধ্যমিক ও  মাধ্যমিকের ফল বেশ ভালো হবে বলেই আশাবাদী পর্ষদ।