দেশের ৫ বিধানসভা ও ১ লোকসভা আসনে ভোট! সোমবার উপনির্বাচন মহেশতলায়


রাত পোহালেই সারা দেশে ১ টি লোকসভা ও ৪ টি রাজ্যের ৫ টি বিধানসভা আসনের উপনির্বাচন। উপ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে। জায়গায় জায়গায় টহল দিচ্ছে আধা সামরিকবাহিনী।

যে চারটি রাজ্যে বিধানসভা কেন্দ্রগুলির উপ নির্বাচন হবে তার মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গের মহেশতলা, ঝাড়খণ্ডের গোমিয়া ও সিল্লি, বিহারের জোকিহাট এবং মেঘালয়ের আমপাতি।

অন্যদিকে নাগাল্যান্ডের একটি মাত্র লোকসভা আসনটিতে সোমবার উপনির্বাচন হতে যাচ্ছে। সেখানকার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতা নেইফু রিও মুখ্যমন্ত্রী হওয়ার পর লোকসভার আসনে ইস্তফা দেন। নাগাল্যান্ডে লড়াই মূলত কংগ্রেস সমর্থিত নাগা পিপিলস ফ্রন্ট ও বিজেপি সমর্থিত পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্সের।

পশ্চিমবঙ্গের মহেশতলা আসনে লড়াই হচ্ছে ত্রিমুখী। তৃণমূল কংগ্রেসের দুলাল দাস, বিজেপির সুজিত ঘোষ এবং সিপিএম-এর প্রভাত চৌধুরীর মধ্যে। তৃণমূল বিধায়ক তথা দুলাল দাসের স্ত্রী কস্তুরি দাসের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

ঝাড়খণ্ডের গোমিয়া আসনে প্রার্থীর সংখ্যা ১৩। তবে মূল লড়াই বিজেপির মাধবলাল সিং, আজসুর লামবোবার মাহাত এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ববিতা দেবীর মধ্যে।

ঝাড়খণ্ডের সিল্লি আসনে প্রার্থীর সংখ্যা দশ। মূল লড়াই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আজসু প্রেসিডেন্ট সুদেশ মাহাত এবং সীমা মাহাতর মধ্যে।

গোমিয়া ও সিল্লির দুই বিধায়ক যোগেন্দ্র মাহাত ও অমিত মাহাত জেলবন্দি হওয়ায় তাদের আসন দুটি শূন্য হয়।

বিহারের জোকিহাটে লড়াই হচ্ছে মূলত নীতীশ কুমারের জেডিইউ এবং লালুপ্রসাদ যাদবের আরজেডির মধ্যে। এই আসনের আরজেডি বিধায়ক সরফরাজ আলম আরারিয়া লোকসভা আসন থেকে নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়েছিল।

মেঘালয়ের আমপাতি আসনে লড়াই কংগ্রেস ও বিজেপি সমর্থিত ন্যাশনাল পিপলস পার্টির মধ্যে। দুটি কেন্দ্র থেকেই নির্বাচিত হওয়ায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা আমপাতি আসনটি ছেড়ে দেন।