রাস্তায় রাস্তায় ঘুরে চিকিৎসা করেন "ডক্টর ফর বেগার"


পুনে : তিনি বিনামূল্যে চিকিৎসা করেন। ওষুধও দেন। সেই সঙ্গে রোগীদের ভিক্ষা না করতে দেন পরামর্শও। বলেন কাজ করতে। অসুস্থ ভিখারিদের সুস্থ করে তোলার পাশাপাশি তাদের সঠিক পথ দেখানোই তাঁর লক্ষ্য। তিনি পুনের চিকিৎসক অভিজিত সোনাওয়ানে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত নিয়ম করে রোগী দেখেন। তবে ভিজ়িট নিয়ে চেম্বারে বসে রোগী দেখেন না। রাস্তায় রাস্তায় ঘুরে সহায় সম্বলহীন ভিখারিদের চিকিৎসা করেন তিনি। বলেন, "সমাজের জন্য কিছু করতে এটাই আমার রাস্তা। আমি যখন ওদের চিকিৎসা করি তখন ওদের সঙ্গে সখ্যতা তৈরি করি। ওদের বোঝাই ভিক্ষাবৃত্তি ছেড়ে কিছু কাজ কর। আমি সবসময় পাশে আছি।" 

তিনি আরও বলেন, "বেশিরভাগই ভিক্ষাবৃত্তিতে আসে পরিবার থেকে পরিত্যক্ত হওয়ার কারণে। তাদের কাছে আর কোনও পথ থাকে না। আমি ওদের শুধু চিকিৎসাই করি না, বিনামূল্যে ওষুধও দিই।"