শ্রীলঙ্কায় বন্যায় মৃত ২১, ক্ষতিগ্রস্ত ১.৫ লক্ষ


শ্রীলঙ্কায় গত একসপ্তাহ ধরে চলা ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যাপরিস্থিতিতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত আরও প্রায় দেড় লক্ষ মানুষ। খোঁজ নেই আরও কয়েক জনের। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। 

সরকারি সূত্রে খবর, বজ্রপাতেই অধিকাংশ জন মারা গিয়েছেন। বন্যার জলে তলিয়ে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। শ্রীলঙ্কার দুর্যোগ ত্রাণ মন্ত্রী দুমিন্দা দিসানায়াকে জানিয়েছেন, ২৫টি প্রশাসনিক জেলার মধ্যে ২১টিই বন্যাকবলিত। জেলাগুলির ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ। 

সূত্রের খবর, গত ১৬ মে থেকেই ভারী বর্ষণ হচ্ছে শ্রীলঙ্কায়। যার জেরেই বহু এলাকা প্লাবিত হয়ে পড়ে। ঘরবাড়ি ভাঙার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়ে চাষাবাদ। সরকারি হিসেবে একশোর বেশি বাড়ি ভেঙেছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাও।