আগামী ১০ বছরে মহিলাদের ফুসফুস ক্যানসারের সংখ্যা বাড়বে ৪০%


২০১৫ থেকে ২০৩০। এই ১৫ বছরে মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যানসার ৪০% বৃদ্ধি পাবে বলে জানিয়ে দিল একটি ইউরোপীয় গবেষণা সংস্থা। পাশাপাশি স্তন ক্যানসারের কারণে গোটা পৃথিবীতে মহিলাদের মৃত্যুর হার ৯% কমবে বলেও জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তথ্য জোগাড় করে বিভিন্ন দেশের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছে ওই গবেষণা সংস্থা। মোট ৫২টি দেশে সমীক্ষা চালানো হয়। সমীক্ষা বলছে ২০১৫-য় গোটা বিশ্বে ফুসফুসের ক্যানসারের কারণে ১০০,০০০ জন মহিলার মধ্যে ১১.২ জনের মৃত্যু হয়েছে। ২০৩০-এ তা বেড়ে দাঁড়াবে ১৬। ওসেনিয়া পৃথিবীর একমাত্র দেশ, যেখানে ফুসফুসের ক্যানসারে মহিলাদের মৃত্যুর হার কমবে।

তবে পাশ্চাত্যের তুলনায় এখনও এশীয় দেশগুলিতে মহিলাদের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা কম। তবে যে ভাবে পশ্চিমী জীবনযাপন এদিকেও প্রভাব ফেলছে, তাতে মহিলাদের ফুসফুসের ক্যানসারের প্রবণতা আগের চেয়ে অনেকটাই বেড়েছে।