অবশেষে জরুরি অবস্থা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের


খবর ছিল জরুরি অবস্থা জারি করতে পারেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর হলও তাই। সকাল হতেই হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প জানিয়ে দিলেন, মেক্সিকো প্রাচীর নিয়ে বিবাদের জেরে এই অবস্থা জারি করা হল।

ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরি বাবদ প্রয়োজনীয় অর্থ আদায় করতে এই জরুরি অবস্থা জারি করা হল। যার ফলে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই এবার দেওয়ার তৈরিতে প্রয়োজনয় অর্থ ট্রাম্প নিজের ক্ষমতা প্রয়োগ করে প্রতিরক্ষা খাত থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন।

বেশ কিছুদিন ধরেই মেক্সিকো প্রাচীরের জন্য অর্থ চেয়ে আসছিলেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাটরা বেঁকে বসেছিলেন। ফলে মার্কিন কংগ্রেস কিছুতেই রাজি হচ্ছিল না। মোট ৫৭০ কোটি মার্কিন ডলার দাবি করেছিলেন ট্রাম্প। তবে কংগ্রেস কম-কম দেড়শো কোটি ডলার দেবে বলে রাজি হয়েছিল।

তার মধ্যেই মাসখানেকের শাট-ডাউন চলায় অনেকেই ভেবেছিলেন এবার বুঝি সচলতা ফিরতে চলেছে। তবে ট্রাম্পের নতুন ঘোষণায় ফের একবার অচলাবস্থা চূড়ান্ত রূপ নিতে চলেছে বলে খবর।