'যেখানেই লুকিয়ে থাকুক জঙ্গিরা, শাস্তি পাবেই!'


আবার পুলওয়ামা কাণ্ড নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। শনিবার মহারাষ্ট্রের জবতমালে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে প্রধানমন্ত্রী বললেন, যে জঙ্গি সংগঠনই এই কাজ করে থাকুক না কেন, যেখানেই তারা লুকিয়ে থাকুক না কেন, শাস্তি তারা পাবেই।

ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, 'জঙ্গিদের শাস্তি দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কখন, কীভাবে জবাব দেওয়া হবে, তা ঠিক করবে জওয়ানরা।' আশ্বাসের সুরে মোদী বলেন, 'দেশকে ফের ভরসা দিচ্ছি, পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে। ধৈর্য ধরুন, জওয়ানদের ওপরে ভরসা রাখুন।'

শুক্রবার দিল্লি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড বন্দে ভারত ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্পষ্ট বলেন, খুব বড় ভুল করেছে পাকিস্তান। এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। পুলওয়ামা জঙ্গি হামালার কড়া জবাব দেবে ভারত। এর জন্য সেনাবাহিনীকের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।