চলতি বছরে কাশ্মীরে খতম ২৩০ জঙ্গি


নয়াদিল্লি: সাম্প্রতিক অতীতে একাধিকবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জঙ্গিরা৷ একের পর এক অভিযানে তাদের নিকেশ করেছে ভারতীয় সেনা৷ খতম হয়েছে হিটলিস্টে নাম থাকা সন্ত্রাসবাদীরা৷ লাগাতার জঙ্গি নিধন অভিযানের জেরে কাশ্মীরে চলতি বছর নিকেষ হয়েছে ২৩০ জন সন্ত্রাসবাদী৷ জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷
 
তবে এখনও উপত্যকায় সক্রিয় ২৪০ জন জঙ্গি৷ যাদের মধ্যে অনেকেই বহিরাগত৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এদেশে এসেছে তারা৷ কাশ্মীরে খুবই সক্রিয় সেই সব বহিরাগত জঙ্গিরা৷ কাশ্মীরকে অশান্ত করে তোলার পিছনে এদের ভূমিকা অনেকটাই৷ তাদের খুঁজে বের করে খতম করাই চ্যালেঞ্জ নিরাপত্তা বাহিনীর কাছে৷ অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি জঙ্গি খতম হয়েছে৷ ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর অবধি সময়কালে ৮৫ জন জঙ্গি নিকেশ হয়েছে৷ অন্যদিতে ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই ৮০ দিনে ৫১ জন জঙ্গি খতম হয়েছে৷

জঙ্গি নিধন অভিযানে আট জন নিরাপত্তা কর্মী ও অফিসার শহিদ হয়েছেন৷ ২১৬ জন আহত হয়েছেন৷ তবে আশার খবর এই যে আহতের সংখ্যা আগের থেকে অনেকটাই কমিয়ে আনা গিয়েছে৷ কেননা ভূস্বর্গে পাথর ছোঁড়ার ঘটনা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে৷ অন্যদিকে এই অভিযানে প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষও৷ ১৫ সেপ্টেম্বর থেকে ৫ডিসেম্বর পর্যন্ত সময়কালে ২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ এছাড়া ১৭০ জন আহত হয়েছেন৷

এছাড়া ভূস্বর্গে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তনও লক্ষ্য করা গিয়েছে৷ সেটা হল মেহবুবা মুফতির সরকারের চেয়ে রাষ্ট্রপতির শাসনের অধীনে কাশ্মীরে আইনের শাসন অনেকটাই ফিরেছে৷ চলতি বছর ১৯ জুন পিডিপি সরকার থেকে বেরিয়ে আসে বিজেপি৷