ফেসবুকের প্রোফাইল ছবি নিয়ে ভুয়ো আধার কার্ড, পুলিসের ফাঁদে দুই অভিযুক্ত


এবারের টার্গেট ছিল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ সেই মতো প্রস্তুতিও হয়ে গিয়েছিলো সারা৷ তবে শেষ মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই অভিযুক্ত৷ বিট্টু কুমার ও সঞ্জিত কুমারের পরিকল্পনা ছিল ভুয়ো আধার কার্ড তৈরি করে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা৷

পুলিস জানিয়েছে, ভুয়ো আধার কার্ড থেকে একাধিক ক্রেডিট কার্ড নিত তারা৷ আর তারপরেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে উধাও হয়ে যেত৷ ঠিক একই কায়দায় তারা প্রায় ১ কোটি টাকার প্রতারণা করেছিল এইচডিএফসি ব্যাঙ্ক থেকে৷ ফেসবুক থেকে বিভিন্ন লোকের ছবি চুরি করে ভুয়ো আধার কার্ড তৈরি করত ধৃতরা। তারপরেই সেই আধার কার্ড ব্যবহার করে বেআইনী ভাবে টাকা আদায় করত ব্যাঙ্কগুলি থেকে৷ শুধু ভুয়ো আধার কার্ডই নয়, তারা ভুয়ো পরিচয়পত্র ও প্যান কার্ডও তৈরি এভাবে তৈরি করেছে৷ এইভাবে প্রায় ৩৯টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা তৈরি করেছিল৷ সেখান থেকেই ক্রেডিট কার্ড মারফত একের পর এক ঋণ নিত তারা৷

তদন্তে উঠে এসেছে, পরিচয় পত্রে কখনও কারসো গ্লোবাল টেলিকম, কখনও এরিকসন টেকনোলজি নামে ভুয়ো সংস্থার বিস্তারিত বিবরণ থাকত৷ তৈরি ছিল ভুয়ো নথি পত্রও৷ এমনকি একাধিক কর্মী সেখানে কাজ করছে বলেও নথিপত্রে লেখা থাকত৷ যদিও সেই সব কর্মীর কোনও হদিশ পাননি তদন্তকারী আধিকারিকরা৷ দক্ষিণ–পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি চিন্ময় বিসওয়াল বলেন, '‌বেশ কিছু ক্রেডিট কার্ড তাদের তৈরি ছিল যার ক্রেডিট লিমিট ছিল ৬ লক্ষ টাকা পর্যন্ত৷ সেই সব টাকাই তুলে নিয়ে প্রতারণার ছক কষেছিল তারা৷'‌