ফের কমল পেট্রোল-ডিজেলের দাম! অক্টোবর থেকে মূল্যহ্রাস কত, জেনে নিন বিস্তারিত


রবিবারেও কমল পেট্রোল ও ডিজেলের দাম। মেট্রো শহরগুলিতে এদিন লিটার পিছু পেট্রোলের দাম থেকে ১৫-২০ পয়সা করে। অন্যদিকে ডিজেলের দাম কমেছে লিটার পিছু ২২ পয়সা করে।


দিল্লি
রবিবার দাম কমার পরে দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭০.৫৫ টাকা। শনিবার যা ছিল ৭০.৭০ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ৬৫.০৯ টাকা।
   

মুম্বই
মুম্বইয়ে পেট্রোল দাম ৭৬.১৩ টাকা। শনিবার যা ছিল ৭৬.২৮ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৬৮.১০ টাকা। শনিবার যা ছিল ৬৮.৩২ টাকা।


চেন্নাই
চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭৩.১৮ এবং ৬৮.৭০ টাকা।
   

কলকাতা
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭২.৬০ এবং ৬৭.৮২ টাকা।


এটা উল্লেখ করা যেতে পারে, অক্টোবরের থেকে মেট্রোশহর গুলিতে পেট্রোলের দাম এখনও পর্যন্ত প্রায় ১৫ শতাংশ কমেছে। বিশ্বের বাজারে জ্বালানির মূল্য হ্রাস হওয়াতেই এই পরিস্থিতি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অক্টোবরের তুলনায় প্রায় ৩০ শতাংশ হ্রাস পয়েছে বলেই জানা গিয়েছে।