সম্পত্তি হাতাতে বৃদ্ধ বাবাকে বেধড়ক মার ছেলে ও বউমার


তাঁর মৃত্যুর পর সম্পত্তি পাবে ছেলেই। কিন্তু, ততদিন অপেক্ষা করতে রাজি নয় সে৷ এখনই তাকে সম্পত্তি লিখে দিতে হবে। রাজি না হওয়ায় ছেলে ও বউমার হাতে আক্রান্ত হলেন এক বৃদ্ধ। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত ছেলে ও বউমা পলাতক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে।

নরেন্দ্রপুরের ডিঙ্গপোতায় একমাত্র ছেলে ও বউমার সংসারে থাকেন ভবানন্দ মণ্ডল। চার শতক জমি ছাড়া ওই বৃদ্ধের তেমন কোনও সম্পত্তি নেই। ওটুকুও ছাড়তে রাজি নয়  ছেলে ও বউমা। ওই বৃদ্ধের দাবি, জমিটি ছেলে ও বউমা নিজেদের নামে লিখিয়ে নিতে চেয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তার জেরে শুরু হয় অত্যাচার। ওই বৃদ্ধকে তাঁর ছেলে ও বউমা রীতিমতো মারধরও করেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। ভবানন্দ মণ্ডলের দাবি, গুণধর ছেলে ও তার স্ত্রীই শুধু নয়, বউমার বাপের বাড়ির লোকেরাও বাড়িতে এসে তাঁকে মারধর করেছে। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভবানন্দবাবু। এদিকে থানায় অভিযোগ দায়েরের পর থেকে পলাতক অভিযুক্তরা। তাদের এখনও ধরতে পারেনি পুলিশ। তবে ভবানন্দ মণ্ডলের বিরুদ্ধে থানায় পালটা মারধরের অভিযোগে এফআইআর করা হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।