সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ২২ অক্টোবর পেট্রল পাম্প বন্ধের ঘোষণা ডিলারদের


নয়াদিল্লি: আগামী ২২ অক্টোবর দিল্লির সব পেট্রল পাম্প বন্ধের সিদ্ধান্ত ডিলারদের৷ সোমবার ঘোষণা দিল্লি পেট্রল ডিলারস অ্যাসোসিয়েশনের(ডিপিডিএ)৷ জ্বালানির উপর ভ্যাট না কমানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানানো হয় ডিপিডিএ'র তরফে৷

ডিলারদের এই সিদ্ধান্তের সর্বাত্মক প্রভাব পড়বে দিল্লি জুড়ে৷ কেননা ওই দিন ৪০০টি পেট্রল পাম্প বন্ধ থাকবে৷ অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, দিল্লিতে ৪০০টি পেট্রল পাম্প রয়েছে৷ এই পেট্রল পাম্পগুলিতেই আবার রয়েছে সিএনজি পাম্প৷ ওই দিন সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে পেট্রল পাম্পগুলি৷

কেন এই পথে হাটলেন ডিলাররা? এক ডিলার জানিয়েছেন, জ্বালানির ক্রমাগত দাম বৃ্দ্ধির পর কেন্দ্রীয় সরকার আড়াই টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়৷ তারপর একাধিক রাজ্য সরকার সেই পথে হেটে তেলের উপর ভ্যাট কমিয়ে দেয়৷ কিন্তু দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার তেলের উপর ভ্যাট কমাতে নিমরাজি৷ ফলে অন্যান্য রাজ্যগুলিতে তেলের দামে সামান্য ছাড় পাওয়া গেলেও এখানে সেই সুবিধা পাওয়া যাচ্ছে না৷ উপরন্তু হরিয়ানা ও উত্তরপ্রদেশের থেকেও এখানে দিন দিন তেলের দাম বেড়েই চলেছে৷

তার ফলে দিল্লিবাসী হরিয়ানা ও উত্তরপ্রদেশ সীমান্ত লাগোয়া পেট্রল পাম্প থেকে তেল ভরিয়ে আনছেন৷ আর গ্রাহক কমছে দিল্লির পেট্রল পাম্পগুলির৷ ফলে ব্যবসাও মার খাচ্ছে৷ প্রসঙ্গত হরিয়ানা ও উত্তরপ্রদেশে লিটার পিছু পেট্রলে যথাক্রমে ২.৫৯ পয়সা ও ১.৯৫ পয়সা ছাড় দেওয়া হয়৷ ডিজেলের দেওয়া হয় যথাক্রমে ২.০২ পয়সা ও ১.৭২ পয়সা৷