ঝাড়খন্ডে বিস্ফোরণে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা


ধানবাদ: রেল কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা৷ বিস্ফোরণ ঘটিয়ে রেল লাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা করে মাওবাদীরা৷ কিন্তু সময়মতো রেলকর্মীরা তৎপর হয়ে যাওয়ায় অনেক ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে৷ রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি জানিয়েছেন, ওই রেলকর্মীদের পুরস্কৃত করা হবে৷

মাও হামলায় ব্যাহত রেল পরিষেবা৷ এবার রেল লাইন উড়িয়ে দিল তারা৷ ঝাড়খন্ডের গিরিধা জেলার ঘটনা৷ তার জেরে ধানবাদ ডিভিশনে ব্যাহত হয়ে পড়েছে রেল চলাচল৷ মঙ্গলবার ইস্ট-সেন্ট্রাল রেলের এক আধিকারিক জানান, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ চৌধুরী বনধ স্টেশনের রেল লাইন বোমা মেরে উড়িয়ে দেয় মাওবাদীরা৷ তার জেরে রেলের দুই ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে পড়ে৷ তার প্রভাব পড়ে ট্রেন চলাচলে৷ ওই আধিকারিক জানান, বিস্ফোরণের পরই ছ'টি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাড় করিয়ে দেওয়া হয়৷

এদিকে এই বিস্ফোরণ আরও মারাত্মক আকার নিতে পারত৷ কিন্তু রেল কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷ রেলের ডিরেক্টর (মিডিয়া) রাজেশ দত্ত বাজপেয়ী জানান, মুবারক হুসেন ও চন্দ্র কুমার এই দুই রেল কর্মীর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে৷ ঘটনার সময় তারা ওই এলাকায় প্রহরা দিচ্ছিল৷ বিস্ফোরণের শব্দ পাওয়া মাত্র অ্যাসিস্টেন্ট স্টেশন ম্যানেজারকে সতর্ক করেন তাঁরা৷ তার জেরে ক্ষতিগ্রস্ত রেল লাইন থেকে ট্রেন যাওয়া আটকানো গিয়েছে৷ এখনও রেল লাইনে মেরামতির কাজ চলছে৷