শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট, প্রথম পঁচিশে উমেশ


নয়াদিল্লি: আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর প্রকাশিত ব়্যাংকিং অনুয়ায়ী ৯৩৫ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষস্থানে রয়েছেন ভিকে৷ ৯১৯ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ৷ প্রথম দেশের মধ্যে ৬ নম্বরে চেতেশ্বর পূজারা রয়েছেন৷ ভারতের মিডল অর্ডারের আরেক ব্যাটিং স্তম্ভ অজিঙ্ক রাহানে রয়েছেন ১৮ নম্বরে৷

অন্যদিকে অভিষেক টেস্ট সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতে নেওয়া ঋষভ পন্ত ব়্যাংকিংয়ে ষাটে রয়েছে৷ ক্যারিবিয়নদের বিরুদ্ধে দুই টেস্টে দুটি ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত৷ টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ঋষভ রয়েছেন ৬২ নম্বরে৷

বোলারদের টেস্ট ব়্যাংকিংয়ে প্রথম দশে রয়েছেন দুই ক্রিকেটার৷ চার নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও আট নম্বরে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন৷ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন৷ হায়দরাবাদ টেস্টে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট তুলে বোলারদের তালিকায় প্রথম পঁচিশে ঢুকে পড়লেন উমেশ যাদব৷

অন্যদিকে দল হিসেবে টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখল ভারত৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে এক পয়েন্ট পয়েছে ভারত৷  ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে মডগালে রয়েছে বিরাটরা৷ ১০ পয়েন্টে পিছিয়ে থেকে দু'নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা৷ সমসংখ্যাক পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া৷ চারে ইংল্যান্ড ও পাঁচে নিউজিল্যান্ড৷