খড়গপুরে পুলিশের গুলিতে মৃত্যু সহকর্মীর


খড়গপুর: যাঁদের দায়িত্ব জনতাকে রক্ষা করার সেই পুলিশই খোদ থানা চত্বরে গুলিতে প্রাণ হারালেন৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে 'মিনি ইন্ডিয়া' খড়গপুরে৷ নিহত পুলিশ কর্মীর নাম উত্তমকুমার দে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুন বা আত্মহত্যার ঘটনা নয়৷ নিজের সার্ভিস রিভলভার পরিষ্কার করতে গিয়ে কিংবা তা হয়তো হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল, তুলতে গিয়েই অসাবধানতা বশত: হয়তো ট্রিগারে চাপ পডে় যায়৷ তারই জেরে নিজের সার্ভিস রিভলভারের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর৷
 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া৷ তিনি বলেন, ''নিজের সার্ভিস রিভলভার পরিষ্কার করতে গিয়ে তা সম্ভবত মাটিতে পড়ে গিয়েছিল৷ তুলতে গিয়েই অসাবধানতা বশত: হয়তো ট্রিগারে চাপ পড়ে গুলিতে মৃত্যু হয়েছে তাঁর৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷'' পুলিশ সূত্রের খবর, উত্তমবাবু খড়গপুর টাউন থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন৷

এদিন সকালে তিনি থানায় ডিউটিতে এসেছিলেন। সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে৷ থানার ভিতরে গুলির আওয়াজ শুনে অন্য পুলিশ কর্মীরা ছুটে আসেন৷ রক্তাক্ত অবস্থায় থানার মেঝেতে পড়ে থাকতে দেখেন উত্তমবাবুকে৷ তাঁর বুকে গুলি লেগেছিল৷ তৎক্ষণাৎ তাঁকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় খড়গপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকরা তাঁকেমৃত বলে ঘোষণা করেন৷ দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে৷ ঘটনার জেরে পুলিশ কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া৷ খবর পেয়ে খড়গপুরে পৌঁছেছেন উত্তমবাবুর পরিবার৷