ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় ৪৫০ জঙ্গি


শ্রীনগর: অন্তত ৪৫০ জন জঙ্গি সীমান্তের ওপারে ভারতে অনুপ্রবেশের জন্য ওত পেতে বসে আছে৷ গোয়েন্দাদের সাম্প্রতিক গোপন রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ রিপোর্ট পেয়ে উদ্বেগে স্বরাষ্ট্রমন্ত্রক৷ কেননা সামনেই শুরু হবে অমরনাথ যাত্রা৷ গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অমরনাথ যাত্রা বানচাল করতে জঙ্গি সংগঠনগুলি তৎপর হয়ে উঠেছে৷ সেই কারণে দলে দলে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের ছক কষেছে সংগঠনগুলি৷

রিপোর্টে গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তইবার জঙ্গিরা সীমান্তের ওপারে একাধিক সেক্টর থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় আছে৷ কোন কোন সেক্টর থেকে কতজন জঙ্গি অনুপ্রবেশ করতে পারে তার তালিকা ওই রিপোর্টে দেওয়া আছে৷ সব থেকে বেশি জঙ্গি ভিমবার গলি থেকে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা৷
 
জি মিডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী গুরেজ সেক্টরে ২০ জন, মাছিল সেক্টরে ৫০ জন, কেরান সেক্টরে ৫৫ জন, তাংধর সেক্টরে ৬৫ জন, নওগাম সেক্টরে ৭ জন, উরি থেকে ৫০ জন, পুঞ্চ সেক্টর থেকে ৩৫ জন, ভিমবার গলি থেকে ১২০ জন, নৌসেরা ও রামপুর থেকে ৩০ জন জঙ্গি ভারতে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে৷

স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক এই খবরের কথা স্বীকার করে নিয়েছেন৷ তিনি জানিয়েছেন, পাকিস্তানের স্পেশাল সিকিউরিটি গ্রুপ(এসএসজি) জঙ্গিদের অনুপ্রবেশে মদত জোগাচ্ছে৷ এসএসজি কমান্ডোদের আনাগোনা ওই সব সেক্টরে আগের থেকে বেড়ে গিয়েছে৷

গোয়েন্দাদের সতর্কবার্তার পর কাশ্মীরে অস্ত্রবিরতির যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তা ভাবাচ্ছে৷ কেননা শোনা যাচ্ছিল কাশ্মীরে আরও একমাস জঙ্গি দমন অভিযান বন্ধ রাখতে পারে ভারত৷ অমরনাথ যাত্রাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত৷ কিন্তু গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়ে কেন্দ্র আরও একমাস এই সময়সীমা বাড়াবে কি না তা নিয়ে ধন্দে পড়েছে৷

বৃহস্পতিবারই দুই দিনের সফরে কাশ্মীর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কাশ্মীরের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি৷ কথা বলবেন রাজ্যপাল এন এন বোহরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে৷ এর পরই তিনি সিদ্ধান্ত নেবেন যে কাশ্মীরে অস্ত্রবিরতি আরও বাড়ানো যায় কীনা৷ আগামী ২৮ জুন থেকে শুরু হবে অমরনাথ যাত্রা৷