প্রবাসী ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে বিয়ে নথিভুক্তকরণ বাধ্যতামূলক


নয়াদিল্লি: প্রবাসী ভারতীয়দের স্ত্রী'দের পাশে দাঁড়াল কেন্দ্রীয় নারী ও শিশু সুরক্ষা মন্ত্রক৷ বিয়ের পর স্ত্রীদের পরিত্যক্ত করার প্রবণতা বন্ধ করতে ৪৮ ঘণ্টার মধ্যে প্রবাসী ভারতীয়দের বিয়ের নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হল৷ অন্যথায় প্রবাসী ভারতীয়দের পাসপোর্ট ও ভিসা ইস্যু করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী মানেকা গান্ধী৷

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী মানেকা গান্ধী বলেন, ''প্রবাসী ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে বিয়ে নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হল৷ তা না হলে পাসপোর্ট ও ভিসা ইস্যু করা হবে না৷'' বিয়ের ঠিক কতদিনের মধ্যে নথিভুক্ত করাতে হবে আইনে নির্দিষ্ট করে তা বলা নেই৷ যদিও ল' কমিশন রিপোর্টের সুপারিশ অনুযায়ী বিয়ের ৩০ দিনের মাথায় নথিভুক্তকরণ বাধ্যতামূলক হওয়া উচিত৷ সেই সময়সীমা পেরিয়ে গেলে প্রতিদিন পাঁচ টাকা করে ফাইন চালু করা যেতে পারে৷

বিয়ের পর স্ত্রী'দের পরিত্যক্ত করার ঘটনা এ দেশে আকছাড় ঘটে থাকে৷ এমনই কয়েকটি ঘটনার কথা জানতে পারে মহিলা ও শিশু সুরক্ষা মন্ত্রক৷

এর পরই এমন প্রবাসী ভারতীয়দের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়৷ মানেকা গান্ধী বলেন, ''এখনও অবধি মোট ছ'টি লুক আউট নোটিশ জারি করা হয়েছে৷ এর মধ্যে পাঁচটি কেসে পাসপোর্ট বাতিল করে দিয়েছে বিদেশ মন্ত্রক৷'' এ ছাড়া নারী ও শিশু সুরক্ষা মন্ত্রক থেকে রেজিস্টারদের কাছে এই সব বিয়ের তথ্য চাওয়া হয়েছে৷ এই সব তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করা হবে বলে জানান মানেকা গান্ধী৷