বাংলাদেশে বাড়ল দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়


ঢাকা: বাড়তে চলেছে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়৷ ইতিমধ্যেই ওই দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদনও দিয়েছে সরকার৷ এই নিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১০৩ টি৷

বর্তমানে ব্যবহারিকমূলক শিক্ষা ব্যবস্থায় বেশি আগ্রহী হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা৷ তাই বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে৷ বরিশালের নবগ্রাম রোডে ট্রাস্ট ইউনিভার্সিটি এবং ঢাকার মহাখালীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি স্থাপনের অনুমতি দিয়েছে সরকার৷ ৩ জুন বিশ্ববিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতাদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ৷ যা পরবর্তীকালে বুধবার প্রকাশ করা হয়েছে।
 
সূত্রের খবর অনুযায়ী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশারফ হোসাইন৷ অন্যদিকে ট্রাস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন কাজী শফিকুল আলম। যদিও এদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া সম্ভব হয়নি৷ তবে ২৩ টি শর্তে নতুন দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে কমপক্ষে ২৫ হাজার বর্গ ফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা বাড়ি থাকা আবশ্যক৷

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সর্বোচ্চ একুশ কিন্তু কমপক্ষে নয় সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড গঠন করতে বলা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসে যেতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে সরকার ছয় দফা সময় দিলেও এখনও পর্যন্ত প্রায় ৩৩ টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। এছাড়াও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্নের পাশাপাশি সেগুলির বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যেরও অভিযোগ রয়েছে।