এবার বেকার যুবকদের পেনশন দেবে রাজ্য সরকার


হায়দরাবাদ: বেকার যুবকদের জন্য খুশির খবর৷ খুব শীঘ্রই অন্ধ্রপ্রদেশে বেকার যুবকরা পাবে পেনশন৷ বৃহস্পতিবার রাজ্যের ক্যাবিনেটে এই সংক্রান্ত একটি বিলও পাশ হয়েছে৷ অন্ধ্রপ্রদেশে মন্ত্রী নারা লোকেশ এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কতা বলেন৷ তিনি জানান, অন্ধ্রপ্রদেশ ক্যাবিনেট বড় সিদ্ধান্ত নিয়েছে৷ খুব শীঘ্রই আসতে চলেছে মুখ্যমন্ত্রী যুব নেস্তম৷ এই যোজনার ভিত্তিতে বেকার যুবককে পেনশন দেওয়া হবে৷ তারা ১০০০টাকা পাবে৷

এর পাশাপাশি জানা গিয়েছে, মাসের শেষ হওয়ার আগেই এই সংক্রান্ত একটি ওয়েবসাইটও লঞ্চ করা হবে, যেখানে বেকার যুবকরা তাদের বিস্তারিত তথ্য রেজিস্টার করতে পারবেন৷ এই রেজিস্ট্রেশনের ১৫দিন পর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে৷
 
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অন্ধ্র প্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং তেলুগু দেশম পার্টির জেনারেল সেক্রেটারি নারা লোকেশ জানান, এই স্কিমের আওতায় ২২-৩৫বছর বয়সী ১২লক্ষ যুবক লাভবান হবে৷ অগস্টের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহ থেকে এই স্কিম শুরু হবে৷ তবে সেই যুবক চাকরি পেয়ে গেল এই পেনশন বন্ধ হয়ে যাবে৷ এই স্কিম ছাড়াও সরকারের পক্ষ থেকে প্রায় ২০,০০০ কর্মসংস্থান, ৯০০০ শিক্ষক-শিক্ষিকার পদ এবং অন্যান্য বিভাগেও চাকরির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে৷

এই স্কিমের জন্য সরকারের প্রতি মাঝে প্রায় ৬০০কোটি টাকা ব্যয়ভার বাড়তে পারে৷ ২০১৪সালে নির্বাচনী প্রচারের সময় চন্দ্রবাবু নায়ডু এই যোজনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ আর এবার তা বাস্তবায়িত করা হতে চলেছে বলে জানানো হয়েছে৷