আন্দামানের কাছে ২৫৬ জন যাত্রী নিয়ে আটকে পড়েছে একটি জাহাজ।


আন্দামানের কাছে ২৫৬ জন যাত্রী নিয়ে আটকে পড়েছে একটি জাহাজ। জাহাজটির তলায় ফুটো হয়ে জল ঢুকছে বলে খবর। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে বলেও জানা গিয়েছে। 

আন্দামানের কাছে মালাক্কা দ্বীপের সামনে আটকে পড়ে এমভি স্বরাজ দ্বীপ নামে জাহাজটি। তখন সেখানে ২৫৬ জন যাত্রী এবং ৯৩ জন জাহাজ কর্মী ছিলেন। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সারা দিনে চেষ্টা করেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ সম্পূর্ণ করা যায়নি। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে।

পোর্ট ব্লেয়ার থেকে ন্যানকোরি যাচ্ছিল ১৫৬.৯৭ মিটার লম্বা জাহাজটি। পথেই তার গায়ে ফুটো হয়ে জল ঢুকতে থাকে। বৃহস্পতিবার সন্ধের মধ্যে ১৪৯ জন যাত্রীকে জাহাজ থেকে উদ্ধার করে নিকোবরে পাঠিয়েছে উপকূলরক্ষী বাহিনী। জাহাজ থেকে পাম্প করে জল বের করে দেওয়ায় বিপদ কেটে গিয়েছে বলে আশা করা হচ্ছে।