পাক হামলার আশঙ্কায় জম্মু–কাশ্মীরে বন্ধ স্কুল, বাতিল পরীক্ষা


পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর পাকিস্তানি সেনারা কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ করতে পারে, এই আশঙ্কায় বুধবার নিয়ন্ত্রণরেখা সংলগ্ন রাজৌরি জেলার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল ভারতীয় সেনা। জানা গিয়েছে, সীমান্তরেখা বরাবর ৫ কিমির মধ্যে বেশ কয়েকটি সরকারি–বেসরকারি স্কুল রয়েছে। 

রাজৌরির জেলা শাসক বলেন, '‌সীমান্তরেখায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৫ কিমির মধ্যে রাজৌরি জেলার সব সরকারি–বেসরকারি স্কুল বুধবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে কোনও পরীক্ষা থাকলে তা বাতিল করে দেওয়া হয়েছে।' মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান বালাকোটে জৈশের ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর জম্মু–কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক উপত্যকার আইন–শৃঙ্খলা খতিয়ে দেখার নির্দেশ দেন। নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল জানান যে, রাজ্যে যেন কোনওভাবেই শান্তি–শৃঙ্খলা নষ্ট না হয়। তিনি উপত্যকাবাসীদের উদ্দেশ্যে জানান, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।