পাক ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লির


নয়াদিল্লি: পাক ডেপুটি হাই কমিশনার সইদ হায়দার শাহকে তলব করল ভারতের বিদেশমন্ত্রক৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতেই এবার সইদ হায়দার শাহকে তলব করেচে বিদেশমন্ত্রক৷

যুদ্ধের আবহে ভারত-পাকিস্তান, দুই দেশের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খান এরই মধ্যে জানান, সন্ত্রাসবাদ নিয়ে ভারত আলোচনায় বসতে চাইলে তারা প্রস্তুত৷ দুই পক্ষ বসে আলোচনা করাই শ্রেয়৷ কারণ যুদ্ধ শুরু হলে দুই দেশের কোনও প্রধানমন্ত্রীর হাতেই আর পরস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ থাকবে না৷ ইমরান খান আরও বলেন, যারা যুদ্ধ শুরু করে তারা নিজেরাও জানে না কোথায় গিয়ে থামতে হবে৷ আর তাই আলোচনার পথকেই সমাধানের পথ হিসেবে মনে করছেন ইমরান খান৷