সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার যাবজ্জীবন


কলকাতা: বিষমদ কাণ্ডে অভিযুক্ত চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। দোষী সাব্যস্ত নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশা সহ মোট চার জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ৫০,০০০ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। খোঁড়া বাদশার জন্য অতিরিক্ত ১০ বছরের কারাদণ্ড ও আরও ২৫,০০০ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

আলিপুর আদলতের ৬ নম্বর এজলাসের এডিজে পার্থসারথী চক্রবর্তী রায় ঘোষণা করেন বৃহস্পতিবার৷ শুক্রবার সকালে সাজা ঘোষণা করা হয়েছে৷

২০১১ সালে দক্ষিণ ২৪ পরগানার উস্তি থানার সংগ্রামপুরে বিষ মদ পান করে কয়েকশ মানুষ অসুস্থ হয়ে পড়েন৷ এদের মধ্যে ১৭২ জনের মৃত্যু হয়৷ অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশার৷ ঘটনায় মোট ১১ জনের বিরুদ্ধে উস্তি থানায় অভিযোগ দায়ের হয়৷ এদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, ষড়যন্ত্র সহ বেঙ্গল এক্সাইজ অ্যাক্টেও মামলা রুজু হয়৷

২০১২ সালের ১২ই ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা করে পুলিশ৷ প্রায় ছয় বছর ধরে মামলা চলে৷ এর মধ্যে মোট ৫৬ জনের সাক্ষ নেওয়া হয় আদালতে৷ সবদিক বিচার করে আদালত এদিন ১১ জন অভিযুক্তের ভেতর খোঁড়া বাদশা সহ মোট চার জনকে দোষী সাব্যস্ত করে৷

রায় শোনার পর আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন খোঁড়া বাদশা৷ বলেন, ''অন্যায়ভাবে আদালত সাজা দিয়েছে৷ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করব৷'' আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন সরকারি আইনজীবী৷