জেড প্লাস সুরক্ষা দেওয়া হল অমিত শাহকে

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করা হল৷

সূত্রের খবর অনুযায়ী, আইবি অমিত শাহের বিপদের আশঙ্কার কথা জানায়৷ এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ তাঁকে জেড প্লাস সিকিওরিটি দেওয়া হয়৷ এই কথার উল্লেখ করে সব রাজ্যে একটি করে চিঠিও পাঠানো হয়৷

২০১৯-এ নির্বাচনের আগে অমিত শাহের দেশব্যাপী সফর শুরু হবে৷ চলতি বছরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের নির্বাচন হবে৷ তারপরেই পাখির চোখ ২০১৫-এর লোকসভা নির্বাচন৷ তাই জোর প্রস্তুতিতে ব্যস্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

আগামী বছরে দেশ জুড়ে পদ্ম ফোটাতে তৈরি হচ্ছে গেরুয়া শিবির৷ আর তার মাজেই আইবি দেওয়া উপরোক্ত তথ্যতে স্বরাষ্ট্রমন্ত্রক কোনও ঝুঁকি না নিয়ে অমিত শাহের সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়৷

এদিকে, বৃহস্পতিবার অল্পের জন্য রক্ষা পেলেন বিজেপি নেতা সঙ্গীত সোম৷ উত্তরপ্রদেশের মিরাটে তাঁর বাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চলে বলে অভিযোগ৷ আচমকাই একদল দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে চম্পটও দেয় তারা৷

দ্রুত সেই এলাকায় পৌঁছয় পুলিশ৷ শুরু হয় প্রাথমিক তদন্ত৷ কার্তুজের খোল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে৷ কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ৷ কেন এই হামলা চলল, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

তবে পুলিশ সূত্রে খবর, নিরাপদেই রয়েছেন বিজেপি বিধায়ক৷ এই বিধায়ক জেড ক্যাটাগরির নিরাপত্তা পান৷ বৃহস্পতিবার মধ্যরাতে, প্রায় রাত ১টা নাগাদ বাড়ি ফিরছিলেন ওই বিধায়ক৷ ম্যাল রোডে তাঁর বাড়ির সামনে আসতেই গ্রেনেড ছোঁড়া হয় বলে অভিযোগ৷ তবে গ্রেনেড ছোঁড়া হলেও সেটি ফাটেনি বলে রক্ষা পেয়ে যান সঙ্গীত সোম৷ পরে এই গ্রেনেডটিকে নিজেদের হেফাজতে নেয় বম্ব স্কোয়াড৷