এবার ১৭০০ কোটি টাকা প্রতারণার ফাঁদে PNB

   
দিল্লি : ফের আর্থিক প্রতারণার অভিযোগ। হায়দরাবাদের একটি টেলিকম সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা এবং তার মালিকের বিরুদ্ধে মামলা রুজু করল CBI। PNB-র অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক থেকে প্রায় ১৭০০ কোটি টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

হায়দরাবাদে সংস্থার অধিকর্তার বাড়ি এবং অফিস সহ তিন জায়গায় তল্লাশি চালিয়েছে CBI। সংস্থার অধিকর্তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ করা হয়েছে।

পলাতক গয়না ব্যবসায়ী নীরব মোদি এবং গীতাঞ্জলি গ্রুপের মেহুল চোকসির প্রতারণার জেরে এমনিতেই সাড়ে ১৩ হাজার কোটি টাকার বোঝা চেপে আছে PNB-র ঘাড়ে। এর উপর টেলিকম সরঞ্জাম উৎপাদনকারী সংস্থার প্রতারণায় আরও ফাঁপড়ে পড়ল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ।