জনপ্রিয় ধারাবাহিকের মহিলা শিল্পীকে ধর্ষণের অভিযোগ, প্রযোজকের ৭ বছরের জেল


মুম্বই: একটা সময় টেলিভিশন কাঁপাতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'বীরা'৷ এখন ধারাবাহিকটি অফ এয়ার ৷ তাতে কী? আবার খবরের শিরোনামে এই ধারাবাহিক ৷ তবে এবারের কারণটা এক্কবারে ভিন্ন ৷ এবং সুখকর নয় মোটেই ৷ এই ধারাবাহিকের এক মহিলা শিল্পীকে ধর্ষণ করার জন্য ৭ বছরের জেল হল এক্সিকিউটিভ প্রোডিউসার মুকেশ মিশ্র'র ৷

পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযোগকারিনী জানিয়েছেন, একদিন কোনও শ্যুট ছিল না ৷ তবু তাঁকে বলা হয় একটি সিক্যোয়েন্সের জন্য শ্যুটিং রয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়, শিল্পীদের শ্যুটিং ফ্লোরে পৌঁছনোর জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ আর সেই কথা মতো গত ২০১২ সালের ১২ ডিসেম্বর যোগেশ্বরী স্টেশনের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন ৩১ বছর বয়সী ওই মহিলা শিল্পী ৷ তবে, বাস আসেনি ৷ তার আগেই তাঁর সামনে বাইক নিয়ে হাজির হন ৩৩ বছরের মুকেশ ৷ এবং তখন তিনি ওই অভিনেত্রীকে প্রস্তাব দেন তাঁর সঙ্গে বাইকে চেপে শ্যুটিং স্পটে যাওয়ার ৷ রাজি হয়ে যান তিনি ৷

পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, যে সময় তাঁরা শ্যুটিং স্পটে গিয়ে পৌঁছেছিলেন, ওখানে ঝাঁড়ুদার ছাড়া আর কেউই ছিল না ৷ এবং সেখানকার একটি ঘরেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনা নিয়ে তিনি যাতে মুখ না খোলেন, সেই কারণে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ৷ তিনি যদি মুখ খোলেন তবে, তাঁর মেয়েকে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় ৷ তবে পরবর্তীকালে পুলিশের সামনে মুখ খোলেন তিনি ৷ গতকাল অতিরিক্ত সেশন বিচারক কে এস হোড় অভিযুক্ত মুকেশ মিশ্রকে সাত বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন ৷