“আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের গুলির নির্দেশ দিতাম”, মন্তব্য বিধায়কের


বিজয়পুরা (কর্নাটক) : সাম্প্রতিক অতীতে সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এবার সেই কর্নাটকেই বুদ্ধিজীবীদের আক্রমণ করে বিতর্ক উসকে দিলেন BJP বিধায়ক বসানগৌড়া পাতিল ইয়াৎনাল।

গতকাল কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তমনা এবং বুদ্ধিজীবীদের "দেশদ্রোহী" বলেন বিজয়পুরার এই বিধায়ক। তিনি বলেন, "এই লোকগুলো (বুদ্ধিজীবীরা) এদেশে বাস করেন। আমাদের দেওয়া করের টাকায় সমস্ত সুযোগসুবিধা পান। তারপর ভারতীয় সেনার বিরুদ্ধে স্লোগান দেন। যেকোনও কারও থেকে এই বুদ্ধিজীবী এবং ধর্মনিরপেক্ষরা বেশি বিপজ্জনক।"

এরপরই তিনি সুর চড়িয়ে বলেন, "আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলে এই বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম পুলিশকে।"

এর আগে একটি সম্প্রদায়কে সাহায্য না করার জন্য দলের পৌরসভার সদস্যদের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বসানগৌড়া পাতিল ইয়াৎনাল। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত BJP বিধায়ক ছিলেন ইয়াৎনাল। ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত বীজাপুরের সাংসদ থেকেছেন।

অটলবিহারী বাজপেয়ির শাসনকালে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বস্ত্র এবং রেল প্রতিমন্ত্রী ছিলেন। ২০১০ সালে তিনি BJP ছেড়ে JD(S)-এ যোগ দেন। একবছর পর JD(S) ছেড়ে নির্দল MLC নির্বাচিত হন। যদিও ২০১৩ সালে BJP-তে ফিরে আসেন ইয়াৎনাল।