শহিদ জওয়ান ঔরঙ্গজেবের হত্যার প্রতিশোধ নিতে কাশ্মীরে ফিরে এলেন ৫০ যুবক

শহিদ ঔরঙ্গজেব

শ্রীনগর: ১৪ জুন ইদের দিনই অপহরণ করে সেনা জওয়ান ঔরঙ্গজেবের শরীরটা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল হিজবুল মুজাহিদীনের জঙ্গীরা । তাঁর শেষকৃত্যের দিন চোখের জলে বিদায় জানাতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ । শ্রীনগর থেকে ২৫০ কিলোমিটার দূরে সালানি গ্রামের মেন্ধরের বাসিন্দা ছিলেন ঔরঙ্গজেব।

কেটে গিয়েছে ২ মাস । শহিদ ঔরঙ্গজেবের বাবা একাধিকবার সরকারের কাছে আর্জি জানিয়েছেন কাশ্মীর উপত্যকা থেকে জঙ্গী নিকাশের কাজে উদ্যত হয়েছে । ছেলের হত্যাকারীর শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি । কিন্তু কোনও ফল হয় নি । এবার ঔরঙ্গজেবের হত্যার প্রতিশোধ নিতেই সৌদি আরবের আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে উপত্যকায় ফিরে এসেছেন প্রায় ৫০ জন যুবক ।

এই যুবকদের প্রত্যেকেই পুঞ্চ জেলার বাসিন্দা। ঔরঙ্গজেবের হত্যার প্রতিশোধ নিতে ছেড়ে দিয়ে এসেছেন লক্ষ টাকা মাইনের চাকরি । জম্মু-কাশ্মীরের পুলিশবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে ঔরঙ্গজেবের অপূর্ণ অভিযান সম্পূর্ণ করতে বদ্ধপরিকর তাঁরা প্রত্যেকেই ।

প্রসঙ্গত, কুখ্যাত হিজবুল জঙ্গী সমীর টাইগারের এনকাউন্টার দলের সদস্যও ছিলেন ঔরঙ্গজেব ।