সহবাসে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে অনশনে মহিলা কর্মী


বহরমপুর: মহিলার অসহয়তার সুযোগ নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ঠিকাদারের বিরুদ্ধে৷ এমনকী সহবাসে রাজি না হওয়ায় ওই মহিলাকে অস্থায়ী কর্মীর কাজ থেকে বহিষ্কার করার হুমকিও দেয় ঠিকাদার৷ অবশেষে এর প্রতিবাদে অনশনে বসলেন ওই মহিলা কর্মী৷

জানা গিয়েছে, ওই মহিলা কর্মী ২০১৬ সাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফিমেল মেডিসিন বিভাগে কাজ করতেন কয়েকজন ঠিকাদারের অধিনে। আরও বেশ কয়েকজন মহিলাও সেখানে চুক্তিভিত্তিতে কাজ করতেন৷

অভিযোগ তাঁরা চুক্তিভিত্তিক কাজ করায় তাঁদের এক ঠিকাদার কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন৷ আর কাজ টিকিয়ে রাখতে মহিলার সঙ্গে জোর করে সহবাস করে বলে দাবি ওই নির্যাতিত মহিলার দাবি৷

নির্যাতিত মহিলার অভিযোগ, ২১ জুলাই পুনরায় ওই মহিলা অস্থায়ী কর্মীকে আবারও সহবাসের প্রস্তাব দেয় ওই ঠিকাদার৷ তখন তিনি রাজি না হওয়ায় তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেয় ওই ঠিকাদার৷ এরপর ২৩ জুলাই ওই মহিলা কর্মী অভিযুক্ত ঠিকাদারের ফ্ল্যাটে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সে৷

এমনকী ওই ঠিকাদার দাবি করেন এখানে কাজ টিকিয়ে রাখতে অনেক মহিলা কর্মীই তাকে খুশি করতে সহবাস করেন। এরপর মহিলাকে ঘার ধাক্কা দিয়ে ফ্যাল্ট থেকে বের করে দেওয়া হয়।

ঘটনায় অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজ থেকে বহিষ্কৃত হওয়া ওই মহিলা। শুক্রবার সকাল থেকে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি ও কাজ ফিরে পেতে অনির্দিষ্টকালের জন্য হাসপাতাল সুপারের ঘরের সামনে অনশনে বসলেন ওই মহিলা কর্মী। এদিন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্ত্বরে এই ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।