যার তার সঙ্গে নয়, পাইথনের সঙ্গে রাত কাটালেন মহিলা


লন্ডন : কোনোও আফ্রিকার জঙ্গল নয়, খোদ লন্ডনের মতো জায়গায় এরকম সাংঘাতিক কান্ড ৷

এমনিতেই মহিলারা খুব একটা সরীসৃপ পছন্দ করেন না ৷ তারওপর যদি কেউ ঘুম ভেঙে দেখেন তাঁর পাশে শুয়ে ঘুমোচ্ছে একটা সাপ তাহলে তো আর রক্ষা নেই ৷

ঠিক এরকমটাই হয়েছে ৷ কারোর একটি রয়্যাল পাইথন মালিকের জিম্মা থেকে পালিয়ে যায় ৷ পশ্চিম লন্ডনের কিংস্টনের বাসিন্দা নিজের ফ্ল্যাটে এই পালিয়ে যাওয়া সাপটিকে পান ৷ এরপরেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে  RSPCA ফোন করেন সেই মহিলা ৷ বন্যপ্রাণী রক্ষার এই সংস্থা নিজেদের পেশাদার কর্মীদের নিয়ে এসে ধরে নিয়ে যায় ৩ ফুটের লম্বা পাইথনটিকে ৷

আধিকারিক জিম স্যান্ডার্স অবশ্য জানিয়েছেন এই পোষ্যটি কোনও ভাবেই ক্ষতিকারক ছিল না ৷ তবে তাতেও ভয় কমেনি মহিলার ৷ তাঁর সাফ কথা , '' যারা সাধারণ মানুষ তারা যদি সাপের পাস থেকে ঘুম থেকে ওঠেন তাঁরা ভয় পেয়ে যাবেন সেটাই স্বাভাবিক ৷ ''

অন্যদিকে স্যান্ডার্স জানিয়েছেন , সরীসৃপ অত্যন্ত সুযোগসন্ধানী ৷ তাঁরা ছোট একটা ফাঁকের অপেক্ষায় থাকে ৷ কিম্বা বাড়ির দরজা বা জানলার নড়বড়ে ফিটিংস খুঁজে  পেতেও তাদের বেশি সময় লাগে না ৷