শহরের অভিজাত এলাকায় মধুচক্রের পর্দা-ফাঁস

বাঁকুড়া: শহরের অভিজাত পল্লীতে মধুচক্র চালানোর অভিযোগে তিন জনকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা এলাকার শরৎ পল্লীর এক নম্বর গলিতে। রাতেই বাঁকুড়া সদর থানার পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের কাটজুড়িডাঙ্গা এলাকার শরৎ পল্লীর একটি বাড়িতে দীর্ঘদিন মধুচক্র চালানোর অভিযোগ ছিল। এদিন রাতে অপরিচিত কয়েকজনকে ওই বাড়িতে ঢুকতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা ওই বাড়িতে ঢুকে এক মহিলা ও পুরুষকে আটক করে। বাকি কয়েকজন পুরুষ পালিয়ে যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা আকাশ রুইদাস, শিশির রকেটরা বলেন, 'ওই বাড়িতে ঢুকেই আমরা এক মহিলা ও পুরুষকে আটক করি। ওই বাড়ির মধ্যে মদের বোতল, একটি নাম লেখা ডাইরি সহ অন্যান্য কিছু জিনিস উদ্ধার করি। আরও কয়েকজন পুরুষ ও মহিলা রাতে ওই বাড়িতে ছিলেন বলে ধৃত মহিলা জানিয়েছেন৷ এই ঘটনায় বাড়ির মালিক সহ এক পুরুষ ও মহিলাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি৷ যদিও পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি৷'