ষোলো বছরেই এভারেস্টে চড়ে ইতিহাসে নাম হরিয়ানাকন্যার!


 ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী হিসেবে এভারেস্টের চূড়োয় উঠলেন হরিয়ানার ১৬ বছরের শিবাঙ্গী পাঠক। নেপালের দিক থেকে যাত্রা শুরু করে ১৭ মে, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে চড়েছেন তিনি। 

হরিয়ানার হিসার জেলার এই কন্যার খুব ছোটবেলা থেকেই স্বপ্ন মাউন্ট এভারেস্টের শীর্ষে চড়বে। আর সেই লক্ষ্যে স্থির থেকে মাত্র ১৬ বছর বয়সেই স্বপ্নপূরণ করে ফেলল শিবাঙ্গী। অরুণিমা সিনহা, প্রথম ভারতীয় প্রতিবন্ধী মহিলা হিসেবে প্রথম এভারেস্টে পাড়ি দিয়েছিলেন। তাঁর অনুপ্রেরণাতেই এই ছোট মেয়েটি আজ সফল। 

২০১৪ সালে, তিব্বতের দিক থেকে এভারেস্টের চূড়োয় উঠে রেকর্ড গড়েছিল ১৩ বছরের মালাভাথ পূর্ণা। এভারেস্ট সামিটে বিশ্বের কনিষ্ঠতম হিসেবে ভারতের নাম উজ্জ্বল করেছিল ওই খুদে।