ওটিতে চলছিল অস্ত্রোপচার, নয়ডার বহুতল হাসপাতালে বিধ্বংসী আগুন

ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতালের চারপাশ। 

ভয়াবহ আগুন লাগল নয়ডার হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১২-এ একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। উদ্ধার কাজ চলছে।

এ দিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ আচমকাই তৃতীয় তলে আগুন এবং ধোঁয়া দেখতে পান রোগী এবং হাসপাতালের কর্মীরা। হাসপাতালে দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত সেই আগুন উপরের চতুর্থ তলেও ছড়িয়ে পড়ে। সেই সময় ওটি-তে অস্ত্রোপচার চলছিল। হাসপাতালে ৩১৭টি বেড রয়েছে। রোগীদের মধ্যেও ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে হাসপাতালের কাচ ভেঙে রোগীদের উদ্ধার কাজে হাত লাগান দমকলকর্মীরা। হাসপাতাল সূত্রে খবর, ওই হাসপাতাল থেকে সমস্ত রোগীকেই বার করে আনা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী কৈলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান পুরুষোত্তমলালের অভিযোগ, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে।

কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। হাসপাতালের তরফ থেকে দাবি করা হয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তৃতীয় তলেই প্রথম আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে  পড়ে চারতলায়।