বাড়ি থেকেই ধৃত ছিনতাইচক্রের মূল পাণ্ডা, উদ্ধার ১০ ভরি সোনার গয়না


ছিনতাইয়ের  ঘটনার কিনারা করল কাটোয়া থানার পুলিশ।  উদ্ধার ১০ ভরি সোনার গয়না। গ্রেফতার চক্রের মূল পাণ্ডাও।

পূর্ব বর্ধমানের ভাতার থানার ওড়্গ্রামে একটি বাড়ি থেকে চুরি যাওয়া ১০ ভরি সোনার গয়না  উদ্ধার করেছে পুলিস। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা রেজাউল শেখকে।   কাটোয়ার এসডিপিও জানান, কয়েকমাস ধরে কাটোয়া শহরে দিনেও  বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তদন্তে নেমে  বুধবার বিকালে  ভাতার থানার ওড়্গ্রামে রেজাউল শেখের বাড়িতে অভিযান চালায় পুলিস।

তার বাড়ি থেকে  চুরি যাওয়া  ১০ ভরি সোনার গহনা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিস।  জেরায় জানা গিয়েছে, রেজাউল হুগলি,হাওড়া,পশ্চিম বর্ধমান সহ রাজ্যের অন্যান্য জেলাতেও অভিনব  কায়দায় ভাড়া  করা  দুষ্কৃতী দিয়ে ছিনতাই করত। রেজাউলের দলে  জড়িতদের   বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।