26/11-র চক্রীদের তথ্য দিলে ₹35 কোটি পুরস্কার দেবে আমেরিকা


২৬/১১ হামলায় দোষী বা মদতদাতাদের বিষয়ে যে তথ্য দিতে পারবে, তাকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০০৮ সালের মুম্বই হামলায় অভিযুক্ত, ষড়যন্ত্রকারী, আর্থিক সহায়তাদানকারী ও মদতদাতা, তারা যে কোনও দেশেরই হোক না-কেন, তাদের বিরুদ্ধে তথ্য দিতে পারলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ আনুমানিক ৩৫ কোটি টাকারও বেশি। 

২৬/১১ হামলার ১০ বছর পূর্তিতে সোমবার এই ঘোষণা করে আমেরিকা। পাকিস্তানের লস্কর-ই-তৈবার ১০ সন্ত্রাসবাদী ওই হামলায় গণহত্যালীলা চালিয়েছিল মুম্বইতে। প্রাণ গিয়েছিল ১৬৬ জনের। তাঁদের মধ্যে ৬ আমেরিকানও ছিলেন। দিন ১৫ আগেই সিঙ্গাপুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনসের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই বৈঠকেই নমো ২৬/১১ হামলার কথা তুলে ধরেছিলেন বলে মনে করা হচ্ছে। জানিয়েছিলেন, এই ঘটনার ১০ বছর পেরোতে চললেও, এখনও দোষীরা শাস্তি পায়নি।

মার্কিন দপ্তর রিওয়ার্ডস ফর জাস্টিস সোমবার পুরস্কার ঘোষণা করে বলে, '২০০৮ মুম্বই হামলায় দোষীদের শাস্তি দিতে ও তাদের চিহ্নিত করতে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে চেষ্টা চালাচ্ছে আমেরিকা।' জানানো হয়েছে, কোনও তথ্য জানাতে চাইলে RFJ-র অফিসে জানানো যাবে। ই-মেল আইডি হল, 

info@rewardsforjustice.net,চিঠি পাঠাতে পারেন Rewards for Justice, Washington, D.C., 20520-0303, USA ঠিকানায়। অথবা ফোন করতে পারেন 800-877-3927 নম্বরে। যাবতীয় তথ্য ও তথ্যপ্রদানকারীর নাম গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।