সীমান্তে ভয়াবহ কম্পনে মৃত দুই দেশের ২০০ মানুষ


তেহরান: কেঁপে উঠল সীমান্ত। যার কারণে প্রাণ হারালেন দুই দেশের শতাধিক মানুষ।


ঘটনাটি ইরাক এবং ইরান সীমান্তের। সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, রবিবার ওই দুই দেশের সীমান্তে ভূমিকম্প হয়। ওই ঘটনায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওই সংবাদ সংস্থা।

ভূমিকম্প গবেষণা সংস্থা ইউএসজিএস-র থেকে প্রাপ্ত তথ্য জানাচ্ছে রবিবারে ইরাকের পশ্চিম প্রান্তে ভবেশ জোরাল ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে যার তিব্রতা ছিল ৬.৩। মাটির থেকে মাত্র ছয় মেইল নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার কারণে কম্পনের আঘাত ছিল বেশ তীব্র।

সারপোল-ই-জাহাব, কাসের-ই-সিরিন প্রভৃতি গ্রামীণ এলাকাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। অনেক জায়গায় বড় দেওয়াল চাপা পরে বহু মানুষের মৃত্যু হয়েছে।

পড়শি রাজ্য ইরাকেও অনুভূত হয়েছে কম্পন। ওই দেশের রাজধানী শহর বাগদাদেও সাধারণ মানুষ কম্পন অনুভব করেছেন। ইরান সীমান্ত থেকে বাগদাদের দূরত্ব অনেকটা। সেখানেও বিভিন্ন বাড়ি বা অফিসে আসবাবপত্র নড়তে দেখা গিয়েছে। অনেক জায়গায় বড় ঝাড়বাতি নড়েছে। ইরাকের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই ছবি।