পাঠানকোট রেল স্টেশন থেকে আটক তিন সন্দেহভাজন জঙ্গি


চন্ডীগড়: পাঠানকোট রেল স্টেশন থেকে আটক করা হল তিন সন্দেহভাজন জঙ্গিকে৷ এরা সকলে পুজা এক্সপ্রেসে চেপে জম্মু কাশ্মীর থেকে দিল্লি যাচ্ছিল৷ কিন্তু দিল্লি যাওয়ার আগেই তাদের পাঠানকোট রেলস্টেশন থেকে আটক করা হয়৷

সূত্রের খবর, এই তিন জনের সঙ্গে কুখ্যাত জঙ্গি জাকির মুসার যোগাযোগ রয়েছে৷ তাদের এখন জেরা করা হচ্ছে৷ কেন তারা দিল্লি যাচ্ছিল সেটা জানার চেষ্টা চলছে৷ পুলিশ তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে৷ ট্রেনে করেই সেই বাইক নিয়ে যাওয়া হচ্ছিল৷

জম্মু কাশ্মীর, পাঠানকোট ও দিল্লি এই তিন জায়গা এখন জঙ্গিদের নিশানায়৷ ২০১৬ সালে পাঠানকোটের বায়ুসেনা শিবিরে হামলার পর থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ অন্যদিকে কয়েকদিন আগে দিল্লিতে দুই সন্দেহভাজন জঙ্গির লুকিয়ে থাকার খবর ছড়িয়ে পড়ে৷ পুলিশের তরফে জারি করা হয় সতর্কতা৷

তার আগে পুলিশের তরফে জানানো হয়, পঞ্জাব হয়ে দিল্লি ঢুকতে পারে জঙ্গিরা৷ সেখানে বড় কোনও নাশকতা করতে পারে৷ পাঠানকোট থেকে যে তিন জঙ্গিকে আটক করা হয় তার সঙ্গে সেই ঘটনার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷