ফের অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, বিঘ্নিত পরিষেবা


ফের অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যায় চেষ্টা৷ ব্যাহত মেট্রো পরিষেবা৷ টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল৷ চূড়ান্ত দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা৷ তবে যদিও কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলছে৷ প্রভাবিত হয়নি নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত পরিষেবাও৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার কালিঘাট স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন এক যুবক৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে কেন এই আত্মহত্যার চেষ্টা তা এখনও জানা যায়নি৷ আত্মহত্যার এই চেষ্টায় দাঁড়িয়ে পড়ে রেক৷ বিঘ্নিত হয় মেট্রো চলাচল৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷ তবে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ৷ অফিস টাইমে এহেন ঘটনায় বেজায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা৷ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনেই আটকে বহু স্কুল পড়ুয়াও৷ তবে শুধু আত্মহত্যার ঘটনাই নয়, প্রায়ই বিকল হয়ে যায় জরাজীর্ণ মেট্রো রেকগুলি৷ দরজা খোলা রেখেই একাধিকবার ছুটেছে রেক৷ পাশাপাশি রেক লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটছে৷

মেট্রোয় আত্মহত্যার ঘটনা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে অফিস টাইমে৷ ফলে প্রায়শই নাকাল হতে হয়ে যাত্রীদের৷ মে মাসে আগেই মেট্রোতে যুগলের হেনস্তা নিয়ে তুমুল শোরগোল পড়ে শহরে৷ প্রশ্নের মুখে পড়ে নিরাপত্তা৷ তারপরই মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, স্টেশনগুলির নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর কর্তৃপক্ষ। সদ্য ঘটে যাওয়া ঘটনার দিকে নজর রেখে নিরাপত্তার বিষয়টি আউটসোর্স করা হবে। স্টেশনগুলিতে নিরাপত্তার জন্য এবার প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে রক্ষী নিয়োগ করা হবে। পাশাপাশি স্টেশনগুলিতে বসানো হবে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। তিনি আরও জানান, বর্তমান প্রায় ৫৬১টি সিসিটিভি ক্যামেরা রয়েছে নজরদারির জন্য। আরও ২৫০টি ক্যামেরা আনা হচ্ছে।