জিও ব্রাউজারের হাত ধরে বাংলায় ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা পেল বাঙালি


স্মার্টফোনের জন্য নতুন ব্রাউজার অ্যাপ্লিকেশান নিয়ে এল জিও। আটটি প্রাদেশিক ভাষায় এই ব্রাউজার ব্যবহার করা যাবে। এর মধ্যে অন্যতম বাংলা। শুধুমাত্র অ্যানড্রয়েড স্মার্টফোনে জিও ব্রাউজার ব্যবহার করা যাবে। এতদিন ব্রাউজারের সব ফিচার ইংরাজিতে ব্যবহার করতে বাধ্য হলেও অবশেষে বাংলায় ব্রাউজার ব্যবহারের স্বাধীনতা পাবে বাঙালি। জিও ব্রাউজার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যে নজর দেওয়া যাক।


১। শুধুমাত্র অ্যাজড্রয়েড গ্রাহকরা জিও ব্রাউজার ব্যবহার করতে পারবেন।

২। ইতিমধ্যেই প্লে স্টোর থেকে ১০ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

৩। জিও ছাড়াও অন্যান্য নেটওয়ার্কের গ্রাহকরা জিও ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

৪। আইফোনে এই অ্যাপ কবে পৌঁছাবে জানানো হয়নি।

৫। জিও জানিয়েছে, "এই প্রথম ভারতীয়দের কথা মাথায় রেখে কোন ব্রাউজার ডিজাইন করা হয়েছে।"

৬। আটটি আলাদা ভাষায় জিও ব্রাউজার ব্যবহার করা যাবে।

৭। 'সেটিংস' এ গিয়ে 'চেঞ্জ ল্যাঙ্গুয়েজ' থেকে নিজের পছনের ভাষা সিলেক্ট করে 'ওকে' প্রেস করে দিতে হবে।

৮। মাত্র 4.8MB সাইজের এই অ্যাপ ফোনে খুব কম জায়গা নষ্ট করবে।

৯। ব্রাউজারের হোম পেজে তাজা খবর দেখতে পাবেন। বাংলা ভাষা সিলেক্ট থাকলে সব খবর বাংলায় পড়তে পারবেন।

১০। সাথে থাকছে একটি ভিডিও সেকশান। সেখানে প্রাসঙ্গিক ভিডিও সাজেশান পাঠাবে জিও।

১১। লোকাল, ট্রেন্ডিং সহ একাধিক বিভাগের খবর সিলেক্ট করতে পারবেন গ্রাহক।

১২। প্রাইভেট ব্রাউজিং এর জন্য থাকছে ইনকগনিটো মোড।

১৩। সব ব্রাউজারের মতোই জিও ব্রাউজারে থাকছে বুকমার্ক ফিচার।

১৪। থাকছে ভয়েস সার্চ ফিচার।

১৫। ব্রাউজারে লেখার মাপ বদল করা যাবে।