বেলা বাড়তেই শিয়ালদহ ও হাওড়া স্টেশনে বনধের প্রভাব


হাওড়া এবং কলকাতা:  কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দু'দিনের সাধারণ ধর্মঘটে সকালের দিকে কোন প্রভাব না পড়লেও বেলা গড়তেই চিত্র বদলাতে শুরু করেছে৷ ধর্মঘটের প্রথমদিনের সকাল শুরু হয়েছিল অন্য আর পাঁচটা দিনের মতোই৷ বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ সকাল ছিল স্বাভাবিক৷ কিন্তু বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন আটকে থাকার খবর মিলছে৷ ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ৷ রেল আটকে পরিষেবা ব্যাহতের চেষ্টা বনধ সমর্থনকারীদের৷
 
তবে সকাল থেকে হাওড়া ব্যান্ডেল ও হাওড়া বর্ধমান লাইনে অবরোধ শুরু করেন বনধ সমর্থনকারীরা৷ জানা গিয়েছে শ্রীরামপুর, উত্তরপাড়া ও রিষড়াতে বনধ সমর্থনকারীরা রেল লাইনে নেমে অবরোধ শুরু করেন৷

অপরদিকে শিয়ালদহ বারাসাত শাখায় তিন জায়গায় ট্রেন অবরোধ করা হয়৷ মধ্যমগ্রাম ও হৃদয়পুরের মাঝে রেল অবরোধ৷ সেখানে ডাউন লাইনে কোনও ট্রেন চলছে না৷ অপরদিকে সোদপুর ও আগরপাড়া মাঝে কলা পাতা ফেলে দেওয়া হয়েছে৷ ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে সেখানে৷

একই ছবি ধরা পড়েছে যাদবপুরে৷ লাইনে নেমে ট্রেন আটকে ওভারহেড তারে কলাপাতা ফেলে রেল অবরোধের চেষ্টা৷ ঘটনাস্থলে ব়্যাফ ও পুলিশ৷ অবরোধকারীদের হঠাতে চলছে কথাবার্তা৷

রামপুরহাট স্টেশনে ভোর রাতেই রেল অবরোধের চেষ্টা৷ কিন্তু বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেয় রেল পুলিশ৷