অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ায় বিরাট পুরস্কার বোর্ডের


মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট সাফল্যের পুরস্কার পেল কোহলি অ্যান্ড কোং৷ বিরাটদের আর্থিক পুরস্কারে সম্মানিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ক্রিকেটাদের পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্যেও আর্ধিক পুরস্কার ঘোষণা করে বিসিসিআই৷

সোমবার সিডনিতে ইতিহাস সৃষ্টি করে ভারতীয় দল৷ এসসিজি-তে সিরিজের শেষ টেস্ট ড্র হলেও চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ হারায় বিরাটবাহিনী৷ অ্যাডিলেড ওভাল ও মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে ২-১ এগিয়ে থেকেই সিডনিতে শেষ টেস্ট খেলতে নেমেছিল ভারত৷ এসসিজি-তে চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্তের দুরন্ত ব্যাটিংয়ে সাত উইকেটে ৬২২ রান তুলে ভারত ডিক্লেয়ার্ড দেওয়ার পর অস্ট্রেলিয়াকে ফলো-অন করায় টিম কোহলি৷ ৩০০ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ প্রথম ইনিংসে ৩২২ রানে পিছিয়ে থেকে ফলো-অন করে অজিবাহিনী৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা ভেস্তে৷ যায়৷ সোমবার ম্যাচের শেষ দিন বাইশ গজে একটিও বল গড়ায়নি৷ ভারতীয় সময় সকাল ৯টার সময় ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার৷ সেই সঙ্গে অজিভূমে ইতিহাস সৃষ্টি করে ভারত৷