হাওড়া-শিয়ালদহ শাখায় দফায় দফায় রেল অবরোধ, বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক ট্রেন, দুর্ভোগ চরমে


বামেদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে সকাল থেকেই রেল অবরোধের খবর মিলেছে রাজ্যজুড়ে। এ দিন সকালে যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন ব‌ন্‌ধ সমর্থকরা।

অবরোধের জেরে হাওড়া এবং শিয়ালদহ শাখায় ব্যহত হয় ট্রেন চলাচল। হাওড়া-বর্ধমান মেইন শাখার শ্রীরামপুরে দফায় দফায় রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা। যার জেরে হাওড়া-বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলে অবরোধ। অবরোধের খবর মিলেছে উত্তরপাড়া, হিন্দমোটরেও। পাশাপাশি হুগলি, রিষড়ায় দফায় দফায় রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। ট্রেনের তারে কলাপাতা ফেলে রেল চলাচল বন্ধ করে দেন বাম সমর্থকরা। বর্ধমানের সমুদ্রগড়ে দফায় দফায় রেল অবরোধের খবর মিলেছে। ভদ্রেশ্বর-মানকুণ্ডুর মাঝে রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা। 

পাশাপাশি, শিয়ালদহ শাখার হাসনাবাদ, বনগাঁয় অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবরোধের খবর মিলেছে শিয়ালদহ উত্তর এবং মেইন শাখার বিভিন্ন স্টেশনে। যার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। অবরোধ হয় বেলঘরিয়া-ইছাপুরে। বিভিন্ন স্টেশনে অবরোধের জেরে শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেল অবরোধের খবর মিলিছে মধ্যমগ্রাম স্টেশনে। এরই মধ্যে শিয়ালদহ উত্তর শাখায় বিড়া-দত্তপুকুর স্টেশনের মাঝে বোমা উদ্ধার হওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। যদিও এর সঙ্গে বন্‌ধ সমর্থকদের কোনও সম্পর্কে আছে কি না, তা নিয়ে পুলিশ-আরপিএফ স্পষ্ট নয়। অবরোধের খবর মিলিছে রামপুরহাটে। যদিও কিছুক্ষণের মধ্যেই সেখানে আরপিএফ এসে অবরোধকারীদের তুলে দেন।

মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন রেল লাইনে বসে পড়তে দেখা যায় বন্‌ধ সমর্থকদের। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্টেশনে পুলিশ মোতায়েনও চোখে পড়েছে। তবে, সকাল থেকে অবরোধের জেরে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। হাওড়া-শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে অবরোধের জেরে লোকালের পাশাপাশি বহু দূরপাল্লার বহু ট্রেনও থমকে যায়। হাওড়া  বা শিয়ালদহ স্টেশনে আটকে যায় একাধিক ট্রেন। দূরপাল্লার একাধিক ট্রেন ছাড়তে দেরি হয়।