ভারত বনধের দিন 'জয়েন্ট এন্ট্রান্স' পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের


বামেদের ডাকা ভারত বনধে যাতে জয়েন্ট পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়েন তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্যসরকার। এদিন ধর্মঘটে যাতে কোনও পরিস্থিতিতেই জয়েন্ট পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়েন তার জন্য বিশেষ পরিবহন ব্য়বস্থার আয়োজন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের রাজ্যসরকার।

কোনওভাবে যদি কোনো জয়েন্ট পরীক্ষার্থী সমস্যায় পড়েন রাস্তাঘাটে তাহলে তাঁকে সাহায্যে এগিয়ে আসবে প্রশাসন। এমনই দাবি করেছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য রাজ্যসরকার ২,২০০ বাস কলকাতার রাস্তায় চালু করার ঘোষণা আগেই করেছিল রাজ্যসরকার। এছাড়াও ৩০ শতাংশ বাড়তি বাস এদিন রাজ্যের বিভিন্ন অংশে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দফতর।

উল্লেখ্য, বন্ধের দিন অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'মেইন' পর্বের পরীক্ষা আয়োজিত হচ্ছে। আর এমন এক সময়ে বনধ সংগঠিত হওয়া পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন ভেবেই রাজ্যসরকার তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।