গ্রুথ ফিনান্স মিশছে বন্ধন ব্যাংকের সঙ্গে


কলকাতা: কিছুদিন আগেই রিজার্ভ ব্যাংক ফরমান জারি করেছিল বন্ধনের প্রোমোটারের অংশীদারি কমানোর৷ সেই পথে এগোতে এবার গৃহঋণ সংস্থা গ্রুহ ফিনান্স বন্ধন ব্যাংকের সঙ্গে মিশে গেল৷ কারণ শেয়ার বিনিময়ের মাধ্যমে হবে এই অধিগ্রহণ৷

এই পদক্ষেপের ফলে বন্ধন ব্যাংকের প্রোমোটারের অংশীদারিত্ব নেমে আসছে ৬১ শতাংশে৷ তবে রিজার্ভ ব্যাংকের নিময় অনুসারে প্রোমোটারদের এর পরেও ২১ শতাংশ শেয়ার ছাড়তে হবে৷ বন্ধন ব্যাংকের কর্তা চন্দ্রশেখর ঘোষ জানিয়েছেন, এই বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ ''

২ টাকা মূল দামের প্রতি ১,০০০টি গ্রুহর শেয়ারের বিনিময়ে বন্ধন ব্যাংকের ১০ টাকা মূল দামের ৫৬৮টি ইকুইটি শেয়ার দেওয়া হবে। গ্রুহর সিংহ ভাগ শেয়ার আছে গৃহঋণ সংস্থা এইচডিএফসির হাতে। বন্ধনের সঙ্গে গ্রুহ ফিনান্স মেশার জন্য সংস্থা দু'টির মধ্যে শেয়ার বিনিময়ের যে অনুপাত ঠিক হয়েছে, তাতে এইচডিএফসির হাতে আসবে বন্ধনের ১৫% শেয়ার এবং বাকি ৬% যাবে অন্য শেয়ারহোল্ডারদের কাছে।

অন্যদিকে গ্রুহ মূলত কম খরচের বাড়ি তৈরির জন্য ঋণ দেওয়ার সংস্থা হিসেবে যারা পরিচিত। ফলে এই দুই সংস্থার মিশে যাওয়ায় গৃহঋণ বাজারে ব্যবসার বিস্তার ঘটবে৷ তাছাড়া এরফলে ব্যাংকের মোট শাখা হবে ৪,১৮২টি এবং এটিএমের সংখ্যা দাঁড়াবে ৪৭৬টিতে।