‌কাঠুযায় আটক অস্ত্র ও বিস্ফোরক বোঝাই ট্রাক, গ্রেপ্তার হিজবুলের দুই লিঙ্ক ম্যান


নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে অস্ত্র সরবরাহ করাই ছিল মূল উদ্দেশ্য। আগাম খবর পেয়ে কাঠুয়ায় তল্লাশি শুরু করে জন্মু–কাশ্মীর পুলিস। গন্তব্যে পৌঁছনোর আগেই অস্ত্র বোঝাই ট্রাকটিকে আটক করা হয়। তাতে উদ্ধার হয়েছে বিপুল পরিমান অস্ত্র এবং বিস্ফোরক। হিজবুল জঙ্গিদের অস্ত্র সরবরাহ করার জন্য যাচ্ছিল ট্রাকটি। গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। একজনের নাম নিসার আহমেদ এবং অপর জনের নাম আকিব। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুলের লিঙ্ক ম্যান বলে মনে করা হচ্ছে।

ট্রাকটিতে প্রায় ৭১,০০০ টাকা মূল্যের অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন কাঠুয়ার পুলিস সুপার শ্রীধর পাটিল। তিনি জানিয়েছেন চেকপয়েন্ট থেকে খবর দেওয়া হয়েছিল পুলিসকে। তারপরেই লখনপুর থানা থেকে পেট্রোলিং পার্টি পাঠিয়ে আটক করা হয় ট্রাকটিকে। পাঞ্জাব থেকে আসছিল ট্রাকটি। যে দুই লিঙ্কম্যানকে গ্রেপ্তার করা হয়েছে তারা পুলওয়ামার অবন্তীপুরা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অবন্তিপুরার ত্রালে গত বৃহস্পতিবার তিন জঙ্গিকে খতম করেছিল পুলিস এবং সেনাবাহিনী।