'চোখ মারা'য় এক যুবকের তিন বছরের জেল হল মহারাষ্ট্রে


চোখ টেপা বা চলতি বাংলায় চোখ মারা যে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে তা বোধহয় আন্দাজ করতে পারেনি মহারাষ্ট্রের বীর জেলার পুরুষোত্তম বীর। তবে সেই অপরাধেই তিন বছরের জন্য তাকে কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।

জানা গিয়েছে, পুরুষোত্তমের বয়স ২৪ বছর। চোখ মারা ও আড় চোখে নাবালিকা মেয়ের দিকে তাকানোয় তাকে মহারাষ্ট্রের মারাঠওয়াড়ার বীর আদালত সাজা শুনিয়েছে। ঘটনাটি ঘটে ২০১৭ সালের ২০ এপ্রিল। অভিযুক্ত পুরুষোত্তম বীরের তাকাল গহন এলাকার বাসিন্দা। সে রায়মোহার রাস্তায় ১৬ বছরের এক নাহালিকাকে চোখ মারে বলে অভিযোগ। একইসঙ্গে আড়চোখে নজর রাখারও অভিযোগ ওঠে।

নাবালিকা ও তার পরিবার পটোদা থানায় লিখিত অভিযোগ জানায়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (খ) ধারায় মামলা দায়ের করে। সাব-ইনস্পেক্টর অরুণ ডোঙ্গরে তদন্ত চালান। সাতজন সাক্ষী অভিযুক্তের বিরুদ্ধে বয়ান দেন। যা দেখে বিচারক অভিযুক্তকে ৫০০ টাকা জরিমানা ও তিন বছরের সাজা শোনান।