আল কায়েদা কম্যান্ডার জঙ্গি জাকির মুসা রয়েছে পঞ্জাবে, জারি হাই অ্যালার্ট


রাজ্যে জঈশ ই মহম্মদ জঙ্গিদের একটি দল ঢুকেছে বলে পঞ্জাব পুলিশ সারা রাজ্যে সতর্কতা জারি করেছিল। ইন্টেলিজেন্স সূত্রে সেরকমই নির্দেশ এসেছিল। এবার জানা গিয়েছে, আল কায়েদা কম্যান্ডার জঙ্গি জাকির মুসাও নাকি রয়েছে পাঞ্জাবে। তাই তাকে ধরতেও জারি হয়েছে উচ্চ সতর্কতা।


মুসা ঢুকেছে পঞ্জাবে
আল কায়েদার কাশ্মীর ইউনিটের প্রধান মুসাকে ধরতে চেয়ে পঞ্জাবের নানা জায়গায় পোস্টার পড়েছে। খবর এসেছে ফিরোজপুর দিয়ে মুসা বেশ কয়েকজন জঈশ জঙ্গিকে সঙ্গে নিয়ে পঞ্জাবে ঢুকেছে।
   

এসএসপির বয়ান
গুরদাসপুর এসএসপি সরণদীপ সিং জানিয়েছেন, ফিরোজপুর দিয়ে পঞ্জাবে বেশ কয়েকজন জঙ্গি প্রবেশ করেছে। তাই চারিদিকে সতর্কতা জারি হয়েছে। নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। পঞ্জাব পুলিশের কাছে নির্দিষ্ট করে তথ্য এসেছে মুসা অমৃতসরের আশেপাশে রয়েছে। তাই তাকে ধরতে পোস্টার সাঁটা হয়েছে। কেউ কোনও খোঁজ পেলে তা দিতে অনুরোধ করা হয়েছে।


মোস্ট ওয়ান্টেড মুসা
এই মুসা আল কায়েদার শাখা আনসার গাজওয়াত উল হিন্দের নেতা। বহুবার ফিঁদায়ে হামলা করার পরিকল্পনা সে করেছে। আগে হিজবুল মুজাহিদিনের সদস্য থাকলেও পরে সে আল কায়েদায় যোগ দেয়। কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি এই মুসা।