দারুণ খবর: অবসরের পরেও রোজগারের দারুণ সুযোগ দিচ্ছে মোদী সরকার


নয়াদিল্লি: অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের আয় যাতে আকর্ষণীয় হয় তারজন্য কেন্দ্রীয় সরকার রাজি হয়েছে মূল বেতনের ১৪ শতাংশ দেবে জাতীয় পেনশন ব্যবস্থা (এনপিএস) ৷ এই উদ্যোগের ফলে উপকৃত হবেন ৩৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী৷ তবে ব্যক্তিগতভাবে একজনের জমা দেওয়ার ক্ষেত্রে তা সর্বাধিক মূল বেতনের ১০ শতাংশই রাখা হয়েছে যা আয়কর ছাড় পাওয়া যাবে আয়কর থেকে৷

২০০৪ সালে সরকারি কর্মীদের জন্য সরকারি অনুদানপুষ্ট জাতীয় পেনশন ব্যবস্থা চালু করা হয়৷ পরে ২০০৯ সাল থেকে তা সকলের আওতায় আনা হয়৷ ওই প্রকল্পের গ্রাহকরা তাদের কর্মজীবনের সময় পেনশন অ্যাকাউন্টে সময় মতো টাকা জমা করবে৷ এরপর যখন অবসর নেবে তখন ওই গ্রাহক কিছু থোক টাকা তুলে নিতে পারে এবং বাকী অংশ অবসরের পর অ্যানুইটি পেনশন হিসেবে নিতে পারে৷

বর্তমানে কর্মীরা ন্যূনতম মূল বেতনের ১০ শতাংশ এনপিএস প্রকল্পে জমা করতে পারে এবং সম পরিমাণ অর্থ সরকারের পক্ষ থেকে ওই তহবিলে দেওয়া হয়৷ এবার মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে সরকারের পক্ষ থেকে ওই তহবিলে ১৪ শতাংশ দেবে বলে সূত্রের খবর৷ এই তহবিলে কর্মীরা যা জমা দেবে তা আয়কর আইনের ৮০সি ছাড়ও পাওয়া যাবে৷