২৩৫-এ অল আউট অস্ট্রেলিয়া, ১৫ রানে এগিয়ে ভারত


অ্যাডিলেড : ২৩৫ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। শামি পরপর দুই বলে দুটো উইকেট তুলে শেষ করলেন অস্ট্রেলিয়ার ইনিংস। তার আগে সকালে দিনের প্রথম উইকেট তুলে নেন বুমরা। প্রথম ইনিংসে ভারত ১৫ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া থেকে।

গতকাল দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৯১। আজ আরও ৪৪ রান যোগ করে তারা। মূলত ট্র্যাভিস হেডের ৭২ রানের উপর ভর করে ২৩৫-এ পৌঁছায় অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে বুমরা আর রবিচন্দ্রন অশ্বিন নেন তিনটে করে উইকেট। দুটো করে উইকেট পান শামি আর ইশান্ত শর্মা। গতকাল ইশান্তের প্রথম উইকেট নেওয়ার পরে অস্ট্রেলিয়ান মিডিল অর্ডারকে ভাঙেন অশ্বিন। 

প্রথম ইনিংসে ভারতের হয়ে চেতেশ্বর পূজারা সেঞ্চুরি করেন। তাঁকে ছাড়া ব্যর্থ ছিল বাকি ভারতীয় ব্যাটসম্যানরা। ভারত দ্বিতীয় ইনিংস শুরু করার আগে বৃষ্টি নামায় আগাম লাঞ্চ বিরতি নেওয়া হয়। বৃষ্টির জন্যে আজ খেলা শুরু হয় ৪৫ মিনিট দেরিতে। বুমরা মিচেল স্টার্ককে আউট করার পরে আবার খেলা বন্ধ হয় বৃষ্টির কারণে। বৃষ্টি বিঘ্নিত দিনে ভারত ১৫ রানের লিড কতটা বাড়াতে পারে এখন সেটাই দেখার।